কেউ না খেয়ে মারা যাবে না, পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে – ওসমানীনগরে প্রতিমন্ত্রী শফিক
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৪, ৯:০২ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার ভানবাসি মানুষের পাশে দাড়ানোর জন্য অত্যন্ত আন্তরিকভাবে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ প্রেরণ করেছেন। কেউ না খেয়ে মারা যাবে না। পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে।
যাদের ঘরে খাদ্য নেই, তাদের প্রতি সবাই খোঁজ খবর রেখে প্রকৃত বন্যাগ্রস্থদের ত্রাণ পৌছে দেয়ার জন্য আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছি। মানুষ খাদ্যে অভাবে মৃত্যুবরণ করুক সেটা আমাদের প্রধানমন্ত্রী চান না, আমরাও চাই না। প্রকৃতরা যেন ত্রাণ বঞ্চিত না হয়, সেই দিকে লক্ষ্যে রেখে আপনারা সবাই কাজ করবেন। আপনাদের পাশে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আছেন। আমরাও আপনাদের পাশে আছি।
শনিবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের সম্মানপুর চর এলাকা ও পশ্চিম পৈলনপুর ইউনিয়নের হাজিপুর জিয়াপুর এলাকায় বন্যা দুর্গতের মধ্যে ত্রাণ বিতরনকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাইনুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা ভিপি, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, সিলেট জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদ, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন গেদাই, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলাউর রহমান আলা, আওয়ামীলীগ নেতা শাহনুরুর রহমান শানুর, লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, যুবলীগ নেতা সেলিম রেজা, চুনু মিয়া, ইউপি সদস্য স্বপন আহমদ প্রমুখ।