ভাষা শহীদদের স্মরণে মিশিগান বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ৩:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিশিগান বিএনপির উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বাদ মাগরিব মিশিগানের ওয়ারেন সিটির আল ইহসান ইসলামিক সেন্টারে দোয়া মাহফিল সম্পন্ন হয়।
মিশিগান বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আফজাল চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী , সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি নুরুল হক, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও সাবেক ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান জিলাল উদ্দিন , মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মন্জুরুল করিম তুহিনসহ মিশিগান বিএনপি , যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে সকল ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয় । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান , আরাফাত রহমান কোকোসহ বিডিয়ার বিদ্রোহে যারা মৃত্যুবরণ করেন তাঁদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।