দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৭
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৩, ৭:৫৫ অপরাহ্ণ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নে দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী দুই বোন জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা।
বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মারুফা নাজনিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হৃদয় খান (২২), মো. শহীদ রানা (২৫), মো. শাহ আলম (২৫), মো. রনি মিয়া (২০), মো. ফয়সাল বেপারী (২০), মো. তামিম হোসেন (২৬), মো. সাকিব হোসেন (৩০), মো. হাসান আলী (৪৫)।
মামলার এজাহার থেকে জানা যায়, দৌলতপুর থেকে একটি অজ্ঞাতনামা অটোরিকশায় দুই বোন সন্ধ্যা ৬টায় পয়লা মোর নামক স্থানে এলে চালক তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেন। এ সময় তারা দুজন পায়ে হেঁটে কিছুদূর এগিয়ে গেলে অভিযুক্তরা তাদের পথ রোধ করেন। পরে তাদের সঙ্গে বাকবিতণ্ড হয়। একপর্যয়ে এক নারীকে মারধর করেন এবং দুই নারী থেকে মোবাইল ফোন, নগদ অর্থসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেন। এ সময় ভুক্তভোগী নারীদের রাস্তার পাশে ভুট্টা খেতে নিয়ে ১১ থেকে ১২ জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘মঙ্গলবার দুপুরে অভিযোগের প্রেক্ষিতে ঘিওর থানায় মামলা হয়। আমি ঘটনাটি জানা মাত্রই পুলিশ পরিদর্শক জাকির হোসেনকে নির্দেশ দেই। তিনি জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় ৭ আসামিকে গ্রেপ্তার করেন। আসামিদের আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।’