‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ণ
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে হোসেন রাব্বি সুজন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (ও১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণ আউটারে এ দুর্ঘটনা ঘটে।
হোসেন রাব্বি সুজন লাকসাম পৌরসভার পাইকপাড়া গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যায় লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের লেকের পাড় সংলগ্ন রেললাইন দিয়ে হাঁটার সময়ে ট্রেনে কাটা পড়ে হোসেন রাব্বি সুজনের মৃত্যু হয়েছে। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে তার পরিবার থানায় যোগাযোগ করেছে৷ পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জেনেছি।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল্লাহ বাহার গণমাধ্যমকে বলেন, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের শরীর বিচ্ছিন্ন হয়ে গেছে। ইতোমধ্যে থানায় এসে লাশ শনাক্ত করেছেন স্বজনরা। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।