একসাথে দুই চাকরি করার সুযোগ সৌদি আরবে
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৩, ৬:১১ অপরাহ্ণ
চাকুরী ডেস্ক::
বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য এবার অভূতপূর্ব সুযোগ নিয়ে এল সৌদি আরব সরকার। দেশটিতে বেসরকারি খাতের কর্মীরা একই সময়ে দুই চাকরি করতে পারবে বলে জানিয়েছে সৌদি আরবের শ্রম কর্তৃপক্ষ।
গত রবিবার (২৬ নভেম্বর) সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যম গাল্ফ নিউজ ও আরব টাইমস।
এক বিবৃতিতে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে যে, ‘বেসরকারি খাতের কর্মীদের দুটি চাকরি একসঙ্গে করার অনুমতি দেওয়া হয়েছে।’
এছাড়া দেশটির মন্ত্রণালয় আরো বলছে, ‘কর্মীর কর্মসংস্থান চুক্তিসহ বেসরকারি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর নীতিমালায় বিষয়টি যুক্ত করা হচ্ছে কিনা তা যাচাই করা হবে।‘
আগে একাধিক কাজ করার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, তার আর থাকবে না বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
সম্প্রতি চাকরির বাজার নিয়ন্ত্রণ এবং প্রতিযোগিতা বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।
মূলত এই পরিকল্পনাটি চুক্তিভিত্তিক সম্পর্কের পক্ষের অধিকার সংরক্ষণ, কর্মচারীর উৎপাদনশীলতা বৃদ্ধি, স্থিতিশীল শ্রম পরিবেশ প্রদান এবং চাকরির বাজার বৃদ্ধির জন্য সাজানো হয়েছে। এছাড়া বেসরকারি খাতের পৃষ্ঠপোষকতা বাড়াতে ব্যাপক সংস্কারও করা হচ্ছে।
প্রায় ৩ কোটি ২২ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরব বিশ্বে বিদেশী অভিবাসীদের একটি বড় আবাসস্থল হিসেবে পরিচিত।