ওসমানীনগরে চেয়ারম্যান জিল্লুল হক স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯:১৩:০০,অপরাহ্ন ১২ অক্টোবর ২০২৩
সুরমা নিউজঃ
ওসমানীনগরে ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মরহুম মো.জিল্লুল হক স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল করেছে মরহুমের প্রিয় কর্মস্থল পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদ। আজ দুপুরে পরিষদের সভা কক্ষে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন,মরহুম জিল্লুল হক চেয়ারম্যান শুধু এই ইউনিয়নের নয় পুরো উপজেলার গর্ব। কেবল একজন চেয়ারম্যান হিসেবে নয় একজন প্রখ্যাত সালিশ ব্যক্তিত্ব হিসেবে তিনি ছিলেন সর্বমহলে সমাদৃত। পরোপকারী,সৎ,নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি। তার বর্ণাঢ্য জীবনের কথা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে শেষ করা যাবেনা। তিনি ছিলেন একজন ক্ষণজন্মা জনপ্রতিনিধি। তার মৃত্যুতে এই অঞ্চলে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা ৫০ বছরেও পূরণ হওয়ার নয়। সমগ্র ইউনিয়নের উন্নয়নে তিনি রেখে গেছেন অনন্য ভূমিকা। তাই তো তার কর্মের কথা আজো মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে। তিনি ছিলেন সদালপী,ভদ্র,বিনয়ী,নিরহংকার সাদা মনের মানুষ। পশ্চিম পৈলনপুরবাসী তাকে অনন্তকাল মনে রাখবে। তার অবদানের কথা চির অম্লান হয়ে থাকবে।
শোক সভায় পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমনের সভাপতিত্বে ও ইউপি সচিব অমিত সিংহের পরিচালনায় মরহুমের স্মৃতিচারণ করেন প্যানেল চেয়ারম্যান সালেহ আহমদ সুজন, ইউপি সদস্য আং নূর,আবুল বাশার,বাজিদ মিয়া,মরহুমের কনিষ্ঠপুত্র মাহবুব আহমদ রুমন, ইউপির ডিজিটাল তথ্যসেবা কেন্দ্রের পরিচালক আবদুল বাতিন বিজু,সমাজসেবী শামসুল আলম মিছবাহ,হা.মো.মনসুর,ফয়ছল আহমদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আক্তার আহমদ, রুবেল আহমদ, সমাজসেবী শাহীন আহমদ, মোস্তাক আহমদ, ফারহান রহমান, বিপুল চন্দ, ইউপির সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুম চেয়ারম্যানের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল বাতিন বিজু।