মিশিগানে চেয়ারম্যান আইয়ুব খাঁনের সম্মানে বিশেষ আড্ডা
প্রকাশিত হয়েছে : ১:৫৮:০৪,অপরাহ্ন ২৭ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান আইয়ুব খাঁনের সম্মানে বিশেষ আড্ডার আয়োজন করা হয়। মঙ্গলবার মিশিগানের হ্যামট্রাম্যাক সিটির আলাদীন সুইটস এন্ড ক্যাফেতে আইয়ুব খাঁনের সম্মানে এ চায়ের আড্ডা সম্পন্ন হয়।
বিশেষ এই আড্ডায় এই সময় উপস্থিত ছিলেন হ্যামট্রাম্যাক সিটির মেয়র প্রোটেম কামরুল হাসান, জুবায়রুল চৌধুরী খোকন, মোশাররফ চৌধুরী লিটু, সাইফুল আমিনসহ কমিউনিটির ব্যবসায়ী নেতৃবৃন্দ। চেয়ারম্যান আইয়ুব খাঁন কয়েকদিন আগে সংক্ষিপ্ত সফরে মিশিগানে আগমন করেন। আয়োজিত আড্ডায় দেশ-বিদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় মেতে উঠেন উপস্থিত নেতৃবৃন্দ।