শোক দিবস: মিশিগানে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা
প্রকাশিত হয়েছে : ১১:৪৯:০১,অপরাহ্ন ২১ আগস্ট ২০২৩
নিজস্ব প্রতিবেদক (যুক্তরাষ্ট্র):
যুক্তরাষ্ট্রে শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে মিশিগান স্টেট যুবলীগ। রোববার (২০ অগাস্ট)বিকেলে মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে স্থাপিত বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
মিশিগান স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সালেক আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভানের পরিচালনায় হ্যামট্রাম্যাকের কনান্ট রোডে অবস্থিত বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে জড়ো হন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, সিলেটের এডিশনাল পিপি সিলেট ও সিলেট ল’কলেজ’র সাবেক ভিপি এডভোকেট সামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালিব। এতে দোয়া পরিচালনা করেন মিশিগান মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হারুন আহমদ।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- মিশিগান মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল হোসেন বাঙ্গালী, মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বাছিত, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহমদ, মিশিগান স্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ আহমদ চৌধুরী,তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তফা আহমদ, উপ প্রচার সম্পাদক মিলাক মারচেন্ট, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিমেল দাস, মিশিগান স্টেট যুবলীগের কার্যকরী কমিটির সদস্য আসিফ সিকদার, গৌতম দেব, মো: লিমন শাহ, মঈনুল হক, মিশিগান স্টেট ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক কাজী মামুন, আরিফ আরমান জিসান, ইমরান এইচ নাহিদ, এজে পাশা, রেজাউল হাসানসহ প্রমুখ।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক, তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই রাতে ঘাতকরা বঙ্গবন্ধু ছাড়াও তার স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরকে হত্যা করে। নিহত হন বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপুত্র সুকান্ত বাবু; বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকট আত্মীয় শহীদ সেরনিয়াবাত ও রিন্টু।