লন্ডনে যুবলীগ নেতা জাহির আহমদ মোহনকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৮ অপরাহ্ণ
দয়ামীর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহির আহমদ মোহনের যুক্তরাজ্য আগমন উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার ৪ ফেব্রুয়ারী লন্ডনস্থ কটি রেস্তোরায় যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খাঁনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক স্পিকার আহবাব হোসেন, যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগ নেতা তাজির উদ্দিন মান্নান, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ন সম্পাদক জামাল আহমেদ খান, মিজানুর রহমান মিরু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল বাছির, জুনা চৌধুরী, ফরহাদ হোসেন উসমান পুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক রুবেল তপাদার প্রমুখ।