হাইকোর্টে রিট করায় কুলাউড়ার নবনির্বাচিতদের শপথগ্রহণ অনিশ্চিত
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২২, ১১:১০ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবনির্বাচিত ১৩টি ইউপি চেয়ারম্যান ও সদস্যরা শপথগ্রহণ করতে পারলেন না। কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাজানের করা হাইকোর্টের একটি রিটের কারণে শপথ গ্রহণে এই জটিলতা সৃষ্টি হয়েছে। এই উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
বুধবার (৫ জানুয়ারি) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল।
তিনি জানান, ৪ জানুয়ারি কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণের অনুষ্ঠান কথা ছিল মৌলভীবাজার জেলা প্রশাসকের সভাকক্ষে। এই দিন বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ছিল ইউপি সদস্যদের শপথ গ্রহণ। কিন্তু কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাজান ভোট পুণঃগণনা ও ফের নির্বাচনের দাবিতে হাইকোর্টের একটি রিটের কারণে শপথ গ্রহন অনুষ্ঠানটি স্থগিত করতে হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচন কমিশন থেকে পরবর্তীতে চিঠি আসলে কুলাউড়া সদর ইউনিয়ন ছাড়া অন্যান্য নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা শপথ গ্রহণ হতে পারে।