হবিগঞ্জের লাখাই উপজেলায় গীতা-পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২১, ১১:৩৭ অপরাহ্ণ
সূর্য রায়ঃ
হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের স্বজনগ্রামে শ্রী শ্রী হরি সংঘ মন্দিরে অবস্থিত গীতা শিক্ষা স্কুলে ১শ ২০ জন সনাতন শিক্ষার্থীদের নিয়ে গীতা-পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২০ ডিসেম্বর সনাতন ধর্মপ্রচার,গীতা পাঠে মনোযোগী করা এবং গীতা শুদ্ধ উচ্চারনের লক্ষে এ প্রতিযোগীতাতা আয়োজন করা হয়। নয়টি গ্রুপে মোট ২৭ জন প্রতিযোগীকে ১ম,২য় ও ৩য় স্থান নির্ধারন করে পবিত্র ধর্মগ্রন্থ গীতা প্রদান করা হয়।
হরি সংঘ মন্দির কমিটির সভাপতি আরাধন কর্মকারের সভাপতিত্বে ও গীতা শিক্ষা স্কুলের শিক্ষক বিষ্ণু চন্দ্র দাস ও হরি সংঘ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসি কান্ত হাজং বলেন স্কুল শিক্ষার পাশাপাশি শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়ার প্রয়োজন, অপরাধ কর্মকান্ড থেকে বিরত থাকবে এবং ভাল কাজের মনোযোগ দেবে।সনাতন হিন্দু সমাজে অনেক শিক্ষিত লোক আছে যারা ধর্মীয় চর্চা করে না। প্রতিটি মা-বাবার উচিত সপ্তাহে একদিন গীতা শিক্ষার স্কুলে সন্তানদের পাঠানো উচিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারি পরিচালক জগদীশ চন্দ্র রায়, নাসিরনগর উপজেলা ইসকনের গৌর চরণ দাস ব্রহ্মচারী সভাপতি লাখাই ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আশীষ কুমার সরকার লাখাই উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য জেলা ব্রাহ্মণ পরিষদের সাধারণ সম্পাদক কালিপদ আচার্য, হরিসংঘ মন্দিরের পুরোহিত বিরাজ চক্রবর্তী মোড়াকরি গোপাল জিও মন্দিরের সেবায়েত সৎ স্বরূপ দাস , রুপ কৃষ্ণ দাস, হরিসংঘ মন্দিরের সহ সভাপতি সুশীল চন্দ্র দাস, রুবেল দাস,প্রমুখ।