এমপি নির্বাচিত হলে সিলেটবাসীর জন্য কাজ করবো: আনোয়ারুজ্জামান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২১, ৭:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আমরা কেউ চিরজীবন বেঁচে থাকবো না, কিন্তু যতোদিন বেঁচে থাকবো ততোদিন মানুষের জন্য কাজ করতে হবে।
তিনি বলেন, আমাকে দল যদি মনোয়ন দেয়, আর যদি নির্বাচন করে আমি এমপি নির্বাচিত হলে শুধু বিশ্বনাথ-ওসমানীনগর নয়, বৃহত্তর সিলেটের মাটি ও মানুষের জন্য কাজ করবো, ইনশা আল্লাহ।
লন্ডন মহানগর যুবলীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় তিনি আরও বলেন, প্রবাসীরা প্রায় সময় দেশে জায়গা-জমি সক্রান্ত জটিলতায় পড়েন, অনেকের জায়গা-জমি বেখল হয়ে যায় কিংবা জোর করে দখল করে নেয়, আমি এ বিষয়ে কঠোর প্রদক্ষেপ নেবো। লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহমদ জুয়েলের পরিচালনায় যুক্তরাজ্য ও লন্ডন মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।