ফেসবুকের জন্য দুঃসংবাদ
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২১, ১১:০০ অপরাহ্ণ
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
সম্প্রতি হুইসেলব্লোয়ার, পি আর ফায়ারস্টোর্মের মুখোমুখি হয়েছে ফেসবুক। কংগ্রেসনাল শুনানির মুখে পড়েছে। কিন্তু নতুন করে এক সংকটে পড়েছে ফেসবুক।
এই তিনটির সম্মিলিত ধাক্কার মুখে ফেসবুক কর্তৃপক্ষ। এ প্রতিষ্ঠানের ১৭ বছরের ইতিহাসে এটাই তাদ্রর বিরুদ্ধে সবচেয়ে বড় ও তীব্র আঘাত। শুক্রবার যুক্তরাষ্ট্রের ১৭ টি সংবাদভিত্তিক কনসোর্টিয়াম ফেসবুকের বিরুদ্ধে ধারাবাহিক রিপোর্ট প্রকাশ করছে। এর নাম দেয়া হয়েছে ‘দ্য ফেসবুক পেপেরস’। ফেসবুকের হুইসেলব্লোয়ার ফ্রাসেস হিউগেন- আইনজীবী মার্কিন কংগ্রেসের কাছে যেসব তথ্য সরবরাহ দিয়েছেন এবং সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনে যেসব তথ্য দেয়া হয়েছে তা ফাস করে দেয়া হচ্ছে।
এর ফলে ফেসবুকের ভয়াবহ ক্ষতি হতে পারে। এ তথ্য দিয়েছে সিএনএন।