হেলিকাপ্টার চড়ে বিশ্বনাথে আসছেন এনায়েতুল্লাহ আব্বাসী!
প্রকাশিত হয়েছে : ৫:৩১:০৪,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০২১
আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ:
বিশ্বনাথে হেলিকাপ্টার চড়ে আসছেন ভাস্কর্যবিরোধী মুফতি ড. সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। তিনি ১৯ জানুয়ারি উপজেলার রামপাশা ইউনিয়নের আনরপুর-বিশঘর গ্রামের পূর্বের মাঠে বাদ যোহর ওয়াজ মাহফিলে তাফসীর করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির অন্যতম নেতা জয়নাল আবেদীন।
তিনি জানান, ওয়াজ মাহফিলের জন্য একটি বিশাল মঞ্চ তৈরি করে ১০/১২ হাজার লোকের বসার ব্যবস্থা করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী। এ সভায় সভাপতিত্ব করবেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী।
এতে আরও বক্তব্য রাখবেন কুমিল্লা ফাতেহাবাজ দরবার শরীফের পীরজাদা শফিকুল ইসলাম, কুমিল্লার দৌলতপুর দরবার শরীফের পীরজাদা নাঈমুর রহমান। ঢাকার আশুলিয়া বাইপাল মখবুল আহমদ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল দিলওয়ার হোসেন আল-জামী। ইতিমধ্যে আয়োজনকারীদের পক্ষে বিভিন্ন পোষ্টারিংয়ের মাধ্যমে এলাকায় ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
বিশ্বনাথ উপজেলা যুবলীগের পক্ষে ভাস্কর্যবিরোধী এবং দিলোয়ার হোসেন সাঈদীর কট্টর সমর্থক জামায়াতে ইসলামী নেতা এনায়েতুল্লাহ আব্বাসী আগমনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবলীগের নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানিয়ে আয়োজনকারীদের আব্বাসীকে না আনার অনুরোধ জানিয়েছেন।এই ওয়াজ মাহফিলে উপস্থিত থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে সাংসদ মোকাব্বির খান বলেন, ১৮ জানুয়ারি সংসদে উপস্থিত থাকায় ওয়াজ মাহফিলে আসা সম্ভব হবেনা।
ওয়াজ মাহফিলের সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।