১৭ বছর পর নির্বাচন হতে যাচ্ছে বিশ্বনাথের দশঘর ইউনিয়নে
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২০, ৮:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
দীর্ঘ ১৭ বছর পর সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের এ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৪ অক্টোবর রবিবার, যাচাই-বাছাই ৫ অক্টোবর সোমবার এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১২ অক্টোবর।
বিষয়টি শুনেছেন জানিয়ে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে ওয়েবসাইট থেকে কপি বের করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০০৩ সালে অনুষ্ঠিত দশঘর ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের শফিকুর রহমান। ২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলী ‘নিখোঁজের’ পর হঠাৎ করেই যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে ইউনিয়ন পরিষদ চলছিল। পরে মামলা জটিলতার কারণে বিশ্বনাথের দশঘর ইউনিয়নের নির্বাচন দীর্ঘদিন ধরে আটকে থাকে। অবশেষে আগামী ২৯ অক্টোবর দশঘর ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।