ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের ভাইস প্রেসিডেন্টের মাতার ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২০, ৬:১৯ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ভাইস প্রেসিডেন্ট ও শাহ মোস্তফা গার্ডেন সিটির স্বত্বাধিকারী শিল্পপতি সাইদুর রহমান রেনুর মাতা খোদেজা বানু শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে মারা যান।
শনিবার দুপুর ১১টার দিকে মরহুমার জানাজার নামাজ মৌলভীবাজারের হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন করেছে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির কোভিড ১৯ টিম। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে সোসাইটির চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব এর সাথে যোগাযোগ করলে তাৎক্ষনিক ভাবে যাবতীয় ব্যবস্থা গ্রহন করেন।