লন্ডনে গাড়ি পার্ক করে ঘরে ফেরা হলো না বাংলাদেশি যুবকের
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২০, ৮:১৬ অপরাহ্ণ
লন্ডন ডেস্ক :
উত্তর লন্ডনের এনফিল্ডে বাসায় গাড়ি পার্ক করে ঘরে ফেরার আগেই ছুরিকাঘাতে নিহত হলেন বাংলাদেশি যুবক নাম নাহিদ আহমদ (৩৬)। এ ঘটনায় ৪৩ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এনফিল্ডের হলব্রুক ক্লজের পারসল হাউসের ৯ তলায় মায়ের সঙ্গে বসবাস করতেন নাহিদ।
জানা গেছে, ঘটনার কিছুক্ষণ আগে মাকে নিয়ে নানার ঘর থেকে ফিরেন নাহিদ। মাকে ঘরের দরোজার কাছে পৌঁছে দিয়ে তিনি গিয়েছিলেন গাড়ি পার্ক করতে। সেখানে গ্রেফতারকৃত ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে নাহিদ ছুরিকাহত হন।
রাত প্রায় ১২টা ৪০ মিনিটে ঘটনার আগে গাড়ি পার্ক করে টেলিফোনে বন্ধুর সঙ্গে কথা বলছিলেন নাহিদ। এ সময় চিৎকার শুনে তার বন্ধু টেলিফোন করে নাহিদের মাকে নিচে যেতে বলেন। মা নিচে গিয়ে ছেলেকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ এবং অ্যাম্বুলেন্স এসে তাকে মৃত ঘোষণা করে।
নিহত নাহিদ আহমেদের দাদার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে। নাহিদকে হত্যার দায়ে গ্রেফতার ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ।