জুড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২০, ২:১৪ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের জুড়ীর সাগরনালে ৬শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ।
জুড়ী থানা পুলিশের সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চৌমোহনী এলাকা থেকে জুড়ী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আমিনুল ইসলাম ও এসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একদল পুলিশ ৬শ’ পিস ইয়াবাসহ জাকির হোসেন (২৮)কে গ্রেপ্তার করেন। মাদক কারবারী জাকির ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী গ্রামের আলীর পুত্র বলে পুলিশ জানায়। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হয়েছে।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ। সেই প্রদক্ষেপ হিসেবে সব মাদক ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে আর জুড়ী উপজেলাকে মাদকমুক্ত করা হবে।