যুক্তরাজ্যে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী ইসমাঈল আর নেই
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৩১ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী ইসমাঈল আর নেই। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২.৪৫ মিনিটে বার্মিংহামের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। যুক্তরাজ্যের বার্মিংহাম নগরীতে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। গত এক বছর যাবত তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। একজন ভালো লেখক ও সংগঠক হিসেবে কমিউনিটিতে তিনি পরিচিত ছিলেন। বাঙ্গালী কমিউনিটির বিপদে আপদে তিনি সবসময় পাশে ছিলেন।
আলী ইসমাঈল ইংল্যান্ড থেকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ব্যাপক ভূমিকা রাখেন। পরবর্তীতে বঙ্গবীর ওসমানীর ঘনিষ্ঠ সহচর হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। ফলশ্রুতিতে জাতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে তিনবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। রাজনীতির পালাবদল তিনি এখন নিজ দলের পার্টির একাংশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আলী ইসমাঈল বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন ছাড়াও বিভিন্ন পত্র পত্রিকায় কলাম এবং প্রবন্ধ লিখেছেন। তিনি ছিলেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের জীবন সদস্য। তাঁর বাড়ি বৃহত্তর সিলেটের বিয়ানীবাজার থানার মাথিউরা ইউনিয়নের রায়বাসী গ্রামে।