জেদ্দা থেকে বিমানের বিশেষ ফ্লাইট ১৫ সেপ্টেম্বর
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১১:২৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সৌদি আরবে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আগামী ১৫ সেপ্টেম্বর জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।
বিমান জানায়, দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন। এরপর বিমানের রিয়াদ অফিস থেকে নিবন্ধিত যাত্রীরা আসল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে কিনতে পারবেন টিকিট।
বিশেষ এই ফ্লাইটে ইকোনমি আসনে ভাড়া ধরা হয়েছে দুই হাজার ২০০ সৌদি রিয়াল।
ভ্রমণ-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইটে ঢুকে যোগাযোগের অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
টিকিটের রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করুন।