যুক্তরাষ্ট্রে সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৩১ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র ডেস্ক :
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় যুক্তরাষ্ট্রে পালিত হয়েছে। দিনটি উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ দিনব্যাপী কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীর মধ্যে ছিল সকালে বাংলাদেশে এম সাইফুর রহমান মৌলভীবাজারের দেশের বাড়ীতে ৫০০ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটসহ নিউইয়র্কের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল, দুপুর ১২ ঘটিকায় ভার্চুয়াল আলোচনা সভা।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন মরহুম এম সায়ফুর রহমানের জ্যৈষ্ঠপুত্র ,সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব এম নাসের রহমান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপিনেতা আব্দুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরী ,,জি কে গৌছ, কাইয়ুম চৌধুরী , ফজলুল করিম মায়ুন, মিজানুর রহমান, জিল্লুর রহমান, ফয়ছল চৌধুরী প্রমুখ।
অনুষ্টানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি লায়েকুল হাসান তরফদার সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জনাব আহবাব চৌধুরী খোকন। বিকেলে ব্রঙ্কসের পার্কচেষ্টারে খলিল বিরানী হাউসের পার্টি সেন্টারে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লায়েকুল হাসান তরফদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব আহবাব চৌধুরী খোকন পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামাইকা মুসলিম সেন্টার’র সাধারণ সম্পাদক বিএনপিনেতা মনজুর আহমদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বিএসিসি প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার ,উপদেষ্টা কমিটির সদস্য সুফিয়ান আহমদ চৌধুরী ,বিএনপি নেতা মির্যা মামুনুর রসিদ, তারেক আহাদ চৌধুরী , জালালাবাদ এসোসিয়েশন এর সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংবাদিক এমদাদ চৌধুরী দিপু, সাংবাদিক মাওলানা রশিদ আহমদ, কুলাঊড়া সমিতি নিউজার্সির সাধারণ সম্পাদক গোলাম মোদাব্বির চৌধুরী সুলেমান ও বড়লেখা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,ও বিশিষ্ট কবি ও কলামিষ্ট সারওয়ার চৌধুরী।
বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক প্রচার সম্পাদক মোতাহার হোসেন রোবেল,সংগঠনের সহ সভাপতি মোক্তাদির হোসেন, সৈয়দ এনাম আহমদ, মানিক আহমদ, রেজাউল আজাদ ভূইয়া ,সহ সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন , খলিলুর রহমান, জুহেল খান, জিল্লুর রহমান খান, কোষাধ্যক্ষ রিপন মিয়া,ছাত্রনেতা শাহবাজ আহমদ, সোহেল আহমদ, শাহ মামুন আহমদ ।উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ওবায়দুল হক শিবলু, লিয়াকত আলী, ইকবাল হোসেন,আবুল কালাম শিপু, আব্দুল মোহিত, সহ সাধারণ সম্পাদক শাহ জাবের আহমদ, সালেহ চৌধুরী , সাইফুল ইসলাম পাঠান, অহিদুজ্জামান নিলু, হাবিবুর রহমান, আলমগীর কবির শামীম, চৌধুরী মোমিত তানিম। অনুষ্টানে কোরআন তেলওয়াত করেন সৈয়দ গৌসুল হোসেন ।অনুষ্টানে সাইফুর রহমান উনার স্ত্রী দোররে সামাদ রহমান,ছাড়াও বাংলাদেশ সোসাইটি সভাপতি কামাল আহমদ, বাংলা মসজিদের সভাপতি গিয়াস আহমদ ,মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নোমান আহমদ সহ সম্প্রতি নিহত সকলের রোহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল ও সংগঠনের সহ সভাপতি মাওলানা রশিদ আহমদ। অনুষ্টানে সামাজিক দুরত্ব বজায় রেখে কমিউনিটির বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।