নিরাপত্তা বৃদ্ধির দাবি জকিগঞ্জের ইউএনও’র
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২০, ৯:২৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে সিলেটের জকিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তার তাঁর বাসভবনসহ উপজেলা প্রশাসনের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
জকিগঞ্জে সদ্য যোগদানকারী এ কর্মকর্তা বলেন, জলমহাল ও হাটবাজার ইজারা, বালু ও পাথর কোয়ারি লিজ, সরকারি সম্পত্তি রক্ষা, উচ্ছেদ অভিযান, পাবলিক পরীক্ষা, নির্বাচনসহ বহু ঝুঁকিপূর্ণ দায়িত্বপালন করতে হয় আমাদের। বিধি মোতাবেক এসব কাজ করতে গেলে অনেকেই সংক্ষুব্ধ হয়।
তিনি ইউএনও’র জন্য একজন পৃথক গানম্যান এবং সহকারী কমিশনার (ভূমি) সহ প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তার জন্য অন্তত ১০ জন আনসার সদস্য মোতায়েনের দাবি জানান।
জানা গেছে, জকিগঞ্জ উপজেলা কমপ্লেক্সের জন্য ২ জন নৈশপ্রহরী থাকলেও ইউএনও’র বাসভবনের জন্য পৃথক কোনো নিরাপত্তাকর্মী নেই। তবে গতকাল শুক্রবার রাত থেকে জকিগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তার জন্য ৪ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।