বিশ্বনাথে ইউএনও’র নিরাপত্তা জোরদার
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২০, ৯:০৪ অপরাহ্ণ
সিলেটের বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সরকারি বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর থেকে ইউএনও’র বাসার ফটকের সামনে অস্ত্রধারী চারজন আনসার সদস্য মোতায়েন করা হয়।
জানা যায়, সারাদেশে ইউএনওদের নিরাপত্তার স্বার্থে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসভবনে চারজন আনসার সদস্য দায়িত্বপালন করছেন।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল বলেন, ‘আপাতত ৪ জন আনসার সদস্য আমার ও আমার বাসভবনের নিরাপত্তার দায়িত্বপালন করছেন। তাদের সংখ্যা আরও বাড়তে পারে।’
বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাঁর সরকারি বাসভবনের নিরাপত্তার বিষয়ে আমাদের বিশেষ নজরদারি রয়েছে।’
উল্লেখ্য, গত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনও’র মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এ কারণে দেশের প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।