এসি দুর্ঘটনা এড়াতে যা জানা প্রয়োজন
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৪ অপরাহ্ণ
লাইফস্টাইল ডেস্ক:
এসির মধ্যে কম্প্রেসার থাকে। এই কম্প্রেসারের গ্যাসের প্রেসার লেভেলের দুটি লিমিট থাকে—সর্বোচ্চ ও সর্বনিম্ন। প্রেসার সর্বোচ্চ পর্যায় অতিক্রম করলে এসি বিস্ফোরিত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. মহম্মদ আলি।
বিশেষজ্ঞদের মতে এসিসংশ্লিষ্ট দুর্ঘটনা এড়াতে নিয়মিত রক্ষণাবেক্ষনের কোনো বিকল্প নেই। এ দুর্ঘটনা এড়াতে কয়েকটি বিষয়ের দিকে বিশেষ গুরুত্ব দেয়া উচিত। যেমন—
* নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি কেনা।
* পেশাদার এসি সার্ভিসিং এক্সপার্টদের মাধ্যমে নিয়মিত সার্ভিসিং করানো।
* রুমের আকার অনুযায়ী সঠিক মাত্রার এসি নির্ধারণ।
* দীর্ঘসময় একটানা এসি না চালিয়ে মাঝে মাঝে বিরতি দেয়া।
* বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার নিয়মিতভাবে পরীক্ষা করা।
* হাই ভোল্টেজ এড়াতে বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করা।
* বৃষ্টি ও বজ্রপাতের সময় এসির ব্যবহার বন্ধ রাখা। এছাড়া বাড়ির ছাড়ে বজ্রনিরোধক ব্যবস্থা রাখা যেতে পারে।
* একনাগাড়ে আট ঘণ্টার বেশি ব্যবহার করা উচিত নয়। এছাড়া আউটডোর মেশিন এমন স্থানে বসাতে হবে, যেন পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে।