বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে চুরির পর আগুন দিলো দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২০, ৮:৩৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের বিশ্বনাথে এক সৌদি প্রবাসীর বসতঘরে ঢুকে চুরির পর ঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার অলংকারি ইউনিয়নের মীরগাঁও গ্রামের সৌদি আরব প্রবাসী মাহমদ আলী বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি ও আগুনে পুড়ে যাওয়া আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দেশে অবস্থানরত সৌদি প্রবাসীর কলেজ পড়ুয়া ছেলে খালেদ মিয়া জানান, গত রবিবার তার দ্বিতীয় বোন রাহিমা বেগমের (২১) বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। গতকাল সোমবার বিকেলে পরিবারের সবাই তাদের ঘর বন্ধ করে রাহিমা বেগমের শ্বশুরবাড়িতে চলে যান। ওইদিন সন্ধ্যায় তারা বাড়ি ফিরে দেখতে পান তালাবদ্ধ ঘরের ভেতরে ৪টি কক্ষে আগুন জ্বলছে। ঘরের তালা খুলে গ্রামের লোকজনের সহযোগিতায় ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে সক্ষম হন তারা। পরে দেখতে পান দুর্বৃত্তরা শুধু আগুনই দেয়নি, ঘরে থাকা স্টিলের আলমিরার তালা ভেঙ্গে পরিবারের বড় মেয়ের তিন ভরি ও তার মায়ের চার ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে চোরেরা। এই চুরি ও আসবাবপত্র পুড়িয়ে দেওয়ার ঘটনায় তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’