বিশ্বনাথে রিকশাচালক খুনের ঘটনায় মামলা দায়ের
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২০, ৫:৫৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের বিশ্বনাথে শফিক মিয়া (৩৮) নামে এক রিকশাচালক খুন হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে শনিবার (২৯ আগস্ট) সকালে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় আজ শনিবার (২৯ আগস্ট) সকালে নিহতের ছোট ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
এরআগে শুক্রবার রাত ১০টার দিকে পৌরসভার রাজনগর দাসপাড়া গ্রামের মুতলিব আলীর বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় এ খুনের ঘটনা ঘটে।
নিহত শফিক মিয়া (৩৮) মানিকগঞ্জের সিংরাই উপজেলার পাড়িলনওধা গ্রামের শাহজাহান মিয়ার পুত্র। শফিক দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে বিশ্বনাথ পৌরসভার রাজনগরের নিয়ামত আলীর কলোনীতে বসবাস করে আসছিলেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এক বা একাধিক ব্যক্তি পূর্বপরিকল্পনা অনুযায়ী রিকশাচালক শফিক মিয়াকে নির্জন রাস্তায় নিজ রিকশার চাকার সঙ্গে রশি দিয়ে গলা বেঁধে রেখে যায়। নিহতের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
নিহতের পরিবারের দাবি, রিকশাচালক শফিক মিয়াকে কেউ পরিকল্পিত ভাবে হত্যা করেছে। হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান বলেন, প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশ তৎপর রয়েছে।