রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস’র ২০২০-২১ রোটাবর্ষের বৃক্ষরোপন কর্মসূচী সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২০, ৮:৩৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস’র ২০২০-২১ রোটাবর্ষের বৃক্ষরোপন কর্মসূচী সম্পন্ন হয়েছে। রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস’র উদ্যোগে শনিবার (২১ আগস্ট ) বিশ্বনাথ উপজেলার বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বৃক্ষরোপন কর্মসূচী এবং ক্লাবের নিয়মিত সভার আয়োজন করা হয়।
ক্লাব সভাপতি রোটার্যাক্টর মো.সুমন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তু কান্ত দে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই, তাই পরিবেশ এর স্বার্থে সবাইকে বেশী বেশী গাছ লাগাতে হবে। বৃক্ষ প্রতিনিয়ত আমাদের অক্সিজেন দিচ্ছে তাই বৃক্ষ রোপনের উপর সামজিকভাবে জোর দিয়ে কাজ করার আহবান জানান। বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপনের মাধ্যমে সৌন্দর্য বর্ধনের দায়িত্ব নেওয়ায় রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস’র সকল রোটারেক্টরদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সাবেক সভাপতি ছাদিকুর রহমান, চান্দভরাং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিলু মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস এর অতীত সভাপতি রোটার্যাক্টর মো.তাহিজুল ইসলাম রাজিব, সদ্য অতীত সভাপতি রোটার্যাক্টর মো লায়েক আহমদ,যুগ্ম সচিব রোটার্যাক্টর রুহেল আহমদ, উপকমিটি চেয়ারম্যান রোটার্যাক্টর মাসুম আহমদ, রোটার্যাক্টর আমিনুল ইসলাম, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর,রোটার্যাক্টর বেলাল আহমদ, সার্জেন্ট এট আর্মস রোটার্যাক্টর জায়েদ আহমদ, রোটার্যাক্টর সাইদ হাসান মুহিব,অতিথি নাসির আহমদ, তারেক আহমদ, রাহেল মিয়া প্রমুখ।