ওসমানীর ল্যাবে সিলেটের ৩৩, মৌলভীবাজারের ২৪ ও সুনামগঞ্জের ২ জন শনাক্ত
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ১০:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটে ৫৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আজ হাসপাতালের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা হয়। পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৩ জন, মৌলভীবাজারের ২৪ জন এবং সুনামগঞ্জের ২ জন রয়েছেন।
তিনি জানান, সিলেট জেলায় শনাক্তদের মধ্যে সিলেট নগর ও সদর উপজেলার ৩০ জন, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জের একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধদিপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল র্পযন্ত বিভাগে করোনায় আক্রান্তরে সংখ্যা ছিল ৯ হাজার ৭১২ জন। এদের মধ্যে সিলেট জেলায় আক্রান্ত ৫ হাজার ১৬১ জন, সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৮৪৬ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ৪১৬ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ২৮৯ জন।
করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৭১ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ১২২ জন, সুনামগঞ্জে ১৯ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ১৯ জনের মৃত্যু হয়েছে।