“নিউইয়র্কের এস্টোরিয়া পার্ক যেন একখণ্ড বাংলাদেশ”
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২০, ৬:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীনের উদ্যোগে নিউইয়র্কের এস্টোরিয়া পার্কে দিনব্যাপী জাতীয় শোক দিবসের উপর উন্মুক্ত আলোচনা, মিলাদ মহফিল,তোবারক বিতরণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। যুক্তরাষ্ট্রে উন্মুক্ত এই ব্যতিক্রমী আয়োজন প্রবাসী বাঙালিদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। যথাযথ মর্যাদায়, সামাজিক দুরত্ব মেনে জাতির পিতার প্রতিকৃতি তে ফুল দিয়ে সম্মান জানানোর সুযোগ হাত ছাড়া করতে চায়নি কেউ। শোকাহত আবাল, বৃদ্ধ, বনিতা, শিশু, কিশোর ও সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণ যেন বিশ্বের রাজধানী নিউইয়র্কের এস্টোরিয়া পার্ক কে পরিনত করেছিল একখণ্ড বাংলাদেশ। এক পর্যায়ে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একটি দল এসে শ্রদ্ধা জানায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে।
সাধারণ মুজিব প্রেমীদের পাশাপাশি উন্মুক্ত আলোচনায় অংশ নেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম আলমগীর, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, কমিউনিটি ব্যক্তিত্ব বদরুল খান যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক রাজিব খান প্রমুখ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহভাজন আইরিন পারভীন তার বক্তব্যে বলেন, ” নাম ফাটানোর জন্য নয় আমার পিতার মতো প্রবাসী বাঙালি ও নতুন প্রজন্মের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ, আদর্শ এবং জীবণী তুলে ধরাই আমার একমাত্র চাওয়া। তিনি এই মহামারী অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রকাশে অংশগ্রহণকারী সবাইকে কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য অনুষ্ঠান সফলে সার্বিক সহযোগিতা করেন দুরুদ মিয়া রনেল, শাহিন আজমল, একে এম আলমগীর। জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল খান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সাংগঠনিক সম্পাদক রাজিব খান, জাসদের সভাপতি দেওয়ান শাহেদ, যুক্তরাষ্ট্র কৃষকলীগের উপদেষ্টা শামসুদ্দিন, যুব কমান্ডের কেন্দ্রীয় সহ সভাপতি মাইনুদ্দিন আহমেদ, নিউ ইয়র্ক সিটি যুব লীগের সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ, শেখ হাসিনা মঞ্চের উপদেষ্টা আকতার হোসাইন, যুবলীগ নেতা শাহ শ্যামল, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মেহরাজ ফাহমী, সিলেট সদর থানা এসোসিয়েশনের সহ সভাপতি মুকুল হক, সিলেট সদর থানা এসোসিয়েশনের উপদেষ্টা আলতাফ চৌধুরী সহ অনেকে।