বালাগঞ্জে কুনু মিয়ার হত্যাকারীর প্রধান আসামী ওয়াহিদ গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২০, ৭:৩৮ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ
বালাগঞ্জে কুনু মিয়ার হত্যাকারীর প্রধান আসামী ওয়াহিদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান।
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের আরজু মিয়ার পুত্র কনু মিয়ার (৩৮) হত্যাকান্ডের ১৯ দিন পর হত্যাকারী ও মামলার প্রধান আসামী একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে ওয়াহিদ আলীকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুকমল ভট্টাচার্য সহ সঙ্গীয় ফোর্স সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে সিলেট শহর থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য ২৪ জুুন বিকেলে পূর্ব শত্রুতার জেরে ওয়াহিদ আলী দেশীয় অস্ত্র দিয়ে কনু মিয়ার মাথায় আঘাত করেন। ২৫জুন ভোরে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুনু মারা যান। এ ঘটনায় ২৬ জুন কনু মিয়ার বোন বাদি হয়ে বালাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন, মামলা নং- ৬। মামলায় আব্দুল ওয়াহিদসহ তিনজনকে অভিযুক্ত করা হয়।