করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২০, ৯:৪২ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু কোয়েল নন, তার বাবা-মা ও স্বামীও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে কোয়েল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।
স্ট্যাটাসে এই অভিনেত্রী লেখেন, বাবা, মা, রানে (স্বামী) ও আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমরা সেলফ কোয়ারেন্টাইনে আছি।
পোস্টের সঙ্গে সঙ্গে ভক্তরা অভিনেত্রী ও তার পরিবারের সবার জন্য শুভকামনা জানাতে থাকেন। সবাই দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য প্রার্থনা করছেন। পাশাপাশি কোয়েলের সন্তানের খোঁজও নিচ্ছেন ভক্তরা।
জানা গেছে, এই মুহূর্তে কলকাতার ভবানীপুরে বাপের বাড়িতেই রয়েছেন কোয়েল। সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এখন অবশ্য কারো মধ্যে তেমন অসুস্থতা নেই। সব নিয়ম কানুন মেনে চলছেন তারা।
কোয়েল মল্লিকের বাবা বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী প্রযোজক নিসপাল সিং রানে। ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। সাত বছর পর গত ৫ মে এ দম্পতির সংসার আলো পুত্রসন্তানের জন্ম হয়।