বিয়ানীবাজারে ব্যবসায়ী কামাল হত্যার সাথে জড়িত ৩ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২০, ৮:৩৮ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারে ব্যবসায়ী কামাল হত্যার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।
আটক তিনজন হচ্ছে, মামলার মূল আসামী দোকান কর্মচারি আমির আলী এবং তার সহযোগী হেলাল আহমদ ও আব্দুস শহীদ। পুলিশ জানিয়েছে, আমির আলী ও তার এক সহযোগীর রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
পুলিশ জানায়, বিয়ানীবাজারের চারখাই এলাকার তরুণ ব্যবসায়ী কামাল হোসেন(৩৫)’র দোকান কর্মচারি আমির আলী ব্যবসা থেকে টাকা হাতিয়ে নেয়। কামাল হোসেন তা বুঝে ফেলেন এবং টাকা ফেরত দিতে চাপ দেন। এজন্য সহযোগীদের নিয়ে সে কামাল হোসেনকে হত্যা করে লাশ প্লাসটিকের ড্রামে ভরে কামালের নতুন বাড়ির পুকুর পাড়ে পুতে ফেলে। পরে কামালের ব্যবসা প্রতিষ্ঠান আরো দুই মাস একা চালায় আমির আলী।