এমএ হকের মৃত্যুতে ইলিয়াসপত্নী লুনার শোক
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২০, ৪:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
প্রবীণ ও বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আলহাজ্ব এমএ হকের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা।
মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় তিনি বলেন, আলহাজ্ব এমএ হক দীর্ঘদিন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেটে বিএনপিকে শক্তিশালী করতে তিনি কঠোর পরিশ্রম করে গেছেন। তার মৃত্যুতে সিলেটের জাতীয়তাবাদী পরিবারের যে অপুরনীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।