মৌলভীবাজারে নতুন ৫ জনসহ মোট করোনা আক্রান্ত ৪২০
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২০, ৫:৩৯ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলায় নতুন করে ৫ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন । সোমবার সকালে জেলার সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ জানান, রোববার রাতে জেলায় নতুন আরও ৫জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারা হলেন, সমিতা রানী নাথ(৫২), পিতা: প্রভাত চন্দ্র নাথ, গ্রাম: কাশিনগর, উপজেলা: জুড়ি। শ্রাবন্তী বৈদ্য (০৯) পিতা: দিপু বৈদ্য, গ্রাম: টেংরা , উপজেলা: রাজনগর।
আনিকা আফরোজ (১০) পিতা: মো: আনোয়ার, এসআই শ্রীমঙ্গল থানা, আহসান উল্লাহ (১৩), পিতা: মো: আনোয়ার এসআই ,শ্রীমঙ্গল থানা, ৩। রুমা বৈদ্য (২৩), স্বামী: দিপু বৈদ্য, গ্রাম: টেংরা, উপজেলা: রাজনগর। এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪২০ জন, আর সুস্থ হয়েছে ১৫১ জন।