সাইফুর রহমানের ছোট ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২০, ১:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
বিএনপির প্রতিষ্টাকালীন সংগঠক, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রাক্তন সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও সিলেট বিভাগের উন্নয়নের রূপকার উপমহাদেশের এক সময়ের প্রখ্যাত অর্থনীতিবিদ মরহুম এম সাইফুর রহমান সাহেবের ছোট ভাই এম ফয়জুর রহমানর মৃত্যুতে এম সাইফুর রহমান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে ।
সংগঠনের সভাপতি লায়েকুল হাসান তরফদার সহ সভাপতি ওবায়দুল হক শিবলু, আব্দুর রহিম ,সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন ,সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন তরফদার ,কোষাধ্যক্ষ রিপন মিয়া ও প্রচার সম্পাদক চৌধুরী মোমিত তানিম স্বাক্ষরিত এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্নার মাঘফেরাত কামনা করে শোকাহত পরিবাার বর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে । উল্লেখ্য বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান (৮৫) গত ২৮শে জুন ভোর ৬ ঠায় উনার ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘ দিন যাবৎ বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভূগছিলেন । প্রেস বিজ্ঞপ্তি