বিশ্বনাথে ব্যাংকারসহ আরও ৮ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২০, ২:৫১ অপরাহ্ণ
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বাথে সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, লাইভষ্টক অফিসারসহ নতুন করে আরও ৮জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। তবে, ওই আটজনের মধ্যে বিশ্বনাথ থানার এক দারোগার স্ত্রী ও ১০বছরের শিশুপুত্র সাকিবের ফলোআপ রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।
শনিবার (২৭জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তাদের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত করা হয়।
নতুন করোনা আক্রান্ত ৬জনের মধ্যে রয়েছেন সোনালী ব্যাংক বিশ্বনাথ শাখার কর্মকর্তা সাইফুর রহমান (৩৫) একই ব্যাংকের কর্মকর্তা সারমিস্তা দাস জুলি (৩২), পূবালী ব্যাংক বিশ্বনাথ শাখার কর্মকর্তা নিজাম উদ্দিন (৪১), বিশ্বনাথ লাইভষ্টক অফিসার রাজমোহন দেব (৩৫), রামপুর গ্রামের নরজিরুন বেগম (৬০) ও দৌলতপুর ইউনিয়নের চরচন্ডী গ্রামের আক্তার হোসেন (২৮)। তাদের মধ্যে ১৯জনু নমুনা দিয়েছেন নরজিরুন বেগম এবং বাকি সকলেই গত ২২জুন তাদের নমুনা পরীক্ষায় দিয়েছেন।
নতুন করে ওই ৬জনকে নিয়ে বিশ্বনাথে করোনা আক্রান্তের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৮৬ জনে। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৬জন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রহমান মুসা। তিনি এ প্রতিবেদককে বলেন, বিশ্বনাথে এ পর্যন্ত ৮৬জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। মৃত্যু হয়েছে একজনের এবং সুস্থ হয়েছেন ৪৬জন।