বিশ্বনাথ থানার আরও ৩ পুলিশসহ চারজনের করোনা সনাক্ত
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২০, ১১:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের বিশ্বনাথ থানার পুলিশের আরও ৩ সদস্যসহ উপজেলায় মোট ৪ জন করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (১৮ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের রিপোর্ট পজিটিভ আসে।
করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় । এ নিয়ে বিশ্বনাথ থানা পুলিশের ১৩ জন করোনা আক্রান্ত হলেন।
সোমবার পজিটিভ আসা ৩ পুলিশ সদস্যই বিশ্বনাথ থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন থানার এএসআই দেবাশিষ।