১৩ যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে বিশ্বনাথে এলো ঔষধের ভ্যান!
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২০, ৩:০৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ভোররাতে মানুষ ভর্তি ঔষধের ভ্যান প্রবেশ করাকে কেন্দ্র করে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকি। বুধবার সেহরির সময় ঢাকার নারায়ণগঞ্জ থেকে যাত্রী নিয়ে উপজেলার রামপাশা ইউনিয়নে প্রবেশ করে মেসার্স রূপা এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ড, ১৪-৬০২৪) একটি ভ্যান।
স্থানীয় সূত্র জানায়, সেহরির সময় ওই এলাকায় একটি ভ্যান প্রবেশ করলে স্থানীয় জনতা তার গতিরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই চম্পট দেয় চালক। উপস্থিত জনতার সন্দেহ হলে দ্রুত অকেজো করে রাখা হয় একটি চাকা। পরে খোলা হয় ভ্যানের দরজা। ভেতরে পাওয়া যায় ৯ জন নারী-পুরুষ ও ৪ শিশু।
যাত্রীরা জানান, তারা সকলেই স্থানীয় এলাকার বাসিন্দা। তারা নারায়নগঞ্জের আড়াইহাজারের একটি ইটভাটায় কাজ করতেন। কাজ না থাকায় ওই ভ্যানে করেই বাড়ি ফিরেন তারা। পরে পুলিশে খবর দিলে নারায়ণগঞ্জ ফেরতদের নিজ নিজ বাড়িতে পৌছে দেয় হয়। হোম কোয়ারাইন্টাইন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে দেয়া হয় খাদ্য সামগ্রী। ঔষধের ভ্যানটি জিম্মায় নেয় থানা পুলিশ।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, স্থানীয় জনতা আঁচ করতে না পারলে বিষয়টি অগোচরেই থেকে যেতো। ইটভাটা শ্রমিকদের নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসা ওই ভ্যানটি আমরা আটক করেছি। শ্রকিদের ত্রাণসহ হোম কোয়ারাইন্টাইন নিশ্চিত করা হয়েছে।