বিশ্বনাথে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২০, ১০:০৮ অপরাহ্ণ
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে ৯০০ পিস ইয়াবাসহ পুলিশ আটক করেছে স্বামী-স্ত্রীকে। তারা দুজনই মাদক ব্যবসায়ে জড়িত বলে পুলিশ দাবি করেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার দেওকলস ইউনিয়নের দূর্যাকাপন গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এ দম্পতিকে গ্রেপ্তার করে।
সূত্র জানায়, বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তির নেত্বত্বে একদল পুলিশ রবিবার সন্ধ্যায় অভিযান চালায় দেওকলস ইউনিয়নের দূর্যাকাপন গ্রামে। সেখানে গ্রেপ্তার করা হয় আবুল বাশার তুহিন (৪৫) ও তার স্ত্রী ছমিরুন বেগমকে (৪০)। তাদের হেফাজতে পাওয়া যায় ৯০০ পিস ইয়াবা। তারা বিক্রির উদ্দেশ্যে এ মাদক চালান নিজেদের হেফাজতে রেখেছিলেন।
বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা বলেন, আটক স্বামী-স্ত্রী এলাকার চিহিৃত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি কারাগারে প্রেরণ প্রক্রিয়াধীন।