বিশ্বনাথে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২০, ৭:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
করোনা সঙ্কট মোকাবিলায় শুরু থেকেই সিলেটের বিশ্বনাথে সক্রিয় ছিলো উপজেলা ছাত্রলীগ। জনসাধারণের মাঝে সচেতনতা মূলক কাযক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি ধারাবাহিক ভাবে খাদ্য উপহারও বিতরণ করেছে তারা।
করোনার প্রভাবে চলতি বোরো মৌসুমে শ্রমিক সঙ্কট দেখা দেয়ায় এবার কৃষকের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগের ১০ সদস্যের একটি টিম, রামপাশা ইউনিয়নের আমতৈল বড় বিলে বশির উদ্দিন নামে এক কৃষকের ৪২ শতক জমির ধান কেটে দেয় তারা।
এসময় উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পার্থ স্বারথী দাশ পাপ্পু, ঢাবি’র মহসিন হল ছাত্রলীগের সহ-সম্পাদক মোজাহিদুল ইসলাম হিমেল, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি সালমান আহমদ রব্বানী, সাংগঠনিক সম্পাদক রাজন মিয়া, ছাত্রলীগ নেতা আবদুল মোক্তাদির সবুজ, নুরুল ইসলাম নাহিদ, তারেক আহমদ, আমির উদ্দিন, রফিকুল ইসলাম, শামীম আহমদ উপস্থিত ছিলেন।
কৃষক বশির উদ্দিন বলেন, শ্রমিক সঙ্কটে মাঠের পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এই দুঃসময়ে ছাত্রলীগ নেতাকর্মীরা আমার ক্ষেতের ধান কেটে দিলো। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
এ বিষয়ে কথা হলে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পার্থ স্বারথী দাশ পাপ্পু বলেন, জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় করোনা দূর্যোগে কৃষক ভাইদের জন্য আমরা কাস্তে হাতে নিয়ে মাঠে নেমেছি। এটা আমাদের মানবিক দায়িত্ব। দেশের সকল সংকটে ছাত্রলীগ সবার পাশে ছিলো, আছে আর থাকবেও।