করোনা ঝুঁকির মধ্যেও রাস্তায় সুবিধাবঞ্চিত শিশুরা
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২০, ৫:২৫ অপরাহ্ণ
বিশ্বনাথ সংবাদদাতা:
মহামারী করোনাভাইরাস আতঙ্ক। তার ওপর কালবৈশাখের ঝড়-বৃষ্টি। এগুলো উপক্ষো করে পথে পথে ঘুরছে সিলেটের বিশ্বনাথ উপজেলার সুবিধাবঞ্চিত শিশুরা। পেটের দায়ে, গায়ে পলিথিন জড়িয়ে ঝড়-বৃষ্টিতেও রাস্তায় নামছে তারা। দুই বেলা দুমুঠো খাবারের আশায় করছে সকাল-সন্ধ্যা ছোটাছুটি। হাত পাতছে বাইরে আসা মানুষদের কাছে। করোনা যেন ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে এসব শিশুদের জীবনে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলা সদরেই ২০-২৫ জন সুবিধাবঞ্চিত শিশুদের আনাগোনা। রবিবার সকালে বৃষ্টির মধ্যে, বাসিয়া ব্রিজের উপর গায়ে পলিথিন জড়িয়ে বসে ছিল কয়েকজন। ভাসমান ফলের দোকানে কাজ করছিল কেউ কেউ। বাকিরা অপেক্ষায়, ব্রিজ পার হওয়া মানুষের জন্যে। লোকজন ব্রিজে ওঠলেই ৫-১০ টাকার জন্যে পিছু পিছু ছুটছে তারা।
কথা হয় সুবিধাবঞ্চিত শিশু নূর উদ্দিন (৭), শফিকুল (৯) ও মৌসুমি (১০)’র সাথে। তারা জানায়, বাজারে ছুটা কাজ করি। ব্যবসায়ীদের টুকটাক কাজ করে দিই। পাশাপাশি কুড়াই পথ-ঘাটে পড়ে থাকা উচ্ছিষ্ট দ্রব্য। সারাদিনে রোজগার হয় শ’খানেক টাকা। কাজ না পেলে হাতপাতি মানুষের পিছু পিছু। এভাবেই কোনমতে চলছে জীবন।
এখন বেশিরভাগ দোকানপাটই বন্ধ। কুড়িয়েও মিলছে না কিছু। যে কয়টা দোকান খোলে ওগুলোর পাশেই পড়ে থাকে এসব শিশু।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ওদের ব্যাপারে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।