বিশ্বনাথে কর্মহীনদের মাঝে ৬৮ মেট্রিক টন চাল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২০, ৯:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় করোনা সংকটে কর্মহীন জনসাধারণের মাঝে ৬৮ মেট্রিক টন সরকারি চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ৮ ইউনিয়নে ৬ হাজার ৮শ লোক কয়েক দফায় পেয়েছেন সরকারি এ খাদ্য সহায়তা।
মঙ্গলবার সকাল থেকে ৩য় ধাপে সহায়তা দেয়া হয়, উপজেলার সদর ইউনিয়নে ২৬৫ জন, দৌলতপুর ইউনিয়নে ২২৫ জন, দশঘর ইউনিয়নে ১৫০ জন, রামপাশায় ২৫০ জন, অলংকারী ইউনিয়নে ১৮০ জন ও লামাকাজি ইউনিয়নে ২০০ জনকে।
বুধবার (১৫ এপ্রিল) ৩য় দফায় খাজাঞ্চী ও দেওকলস ইউনিয়নেও বিতরণ করা হবে খাদ্য সহায়তা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, এখন পর্যন্ত আমরা ৬ হাজার ৮শ জনের মধ্যে ৬৮ মেট্রিক টন চাল বিতরণ করেছি। সরকারের এ সহায়তা অব্যাহত থাকবে।