লন্ডনে সিলেটী কিশোর খুন, গ্রেপ্তার ৬
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২০, ৭:২৪ অপরাহ্ণ
লন্ডন ডেস্ক :
পূর্ব লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর খুনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। এদের মধ্যে ৫ জনের বয়স ১৮ বছরের নিচে ও একজনের বয়স ২০ বছর। এরা প্রত্যেকেই লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের বাসিন্দা। জানা যায়, কিছুদিন আগে নিহত কিশোর শানুর আহমেদ দাইয়ানের শিক্ষাপ্রতিষ্ঠানে দুপক্ষের মারামারী হয়।
সোমবার রাতে প্রতিপক্ষের আহতদের দেখতে হাসপাতালে যায় দাইয়ান। হাসপাতাল থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকেলে লন্ডনের ডকল্যান্ডস লাইট রেলওয়ে স্টেশনের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে সেদেশের পুলিশ। দাইয়ানের বাড়ি সিলেটের মৌলভীবাজারের জুড়ী উপজেলায়।