গ্রীসের জেলে বাংলাদেশী যুবকের মৃত্যু, পরিচয় জানতে সহযোগিতা কামনা
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২০, ৫:০১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
গ্রীসের কারাগারে অবৈধ অভিবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গ্রীসের করিদালো জেলে মৃত্যুবরণকারী ব্যক্তির নাম খান জুনাত। পিতা নুতু খান ও মা আসেয়া’র নাম ছাড়া আর কোন ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয় পুলিশ বলেছে, তিনি অবৈধ অভিবাসী হওয়ায় কোন ঠিকানা বা আইডি বহন করেন নি। আটকাবস্থায় অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এমতাবস্থায় তাঁর লাশ দেশে পাঠানো যাচ্ছেনা।
তার মরদেহ গ্রহন বা হস্তান্তর করতে ঠিকানা চেয়েছেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস। কেউ তার পরিচয় পেয়ে থাকলে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস ও বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন কমিউনিটি নেতারা।
যোগাযোগ – আব্দুল কুদ্দুস 6946407102 এই নাম্বারে।