প্রকাশ্যে এলেন সেই আইএস বধূ শামীমা
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ৩:৪৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে গিয়ে স্থায়ী বসবাস ও পরে সিরিয়ায় ‘আইএসপত্নী’ হওয়া শামীমা বেগম দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসেছেন। তিনি ২০১৫ সালে লন্ডন ছেড়ে আইএস’এ যোগ দেন। সম্প্রতি তার নাগরিকত্ব বাতিল করেছে ব্রিটিশ সরকার।
শামীমা বেগম জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব দাবি করতে পারেন। তবে তার বিষয়ে বাংলাদেশের কিছুই করার নেই বলে জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
গত সপ্তাহে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, শামীমা যুক্তরাজ্যের নাগরিক। তিনি বাংলাদেশের নাগরিকত্ব পেতে কখনোই আবেদন করেননি। তাই তাকে নিয়ে বাংলাদেশের কিছুই করার নেই।
শামীমা বর্তমানে সিরিয়ার উত্তরাঞ্চলের রজ নামে একটি শরণার্থী শিবিরে রয়েছেন। ২০১৫ সালে ১৫ বছর বয়সে তিনি লন্ডন থেকে পালিয়ে সিরিয়া যান। সেখানে ডাচ বংশোদ্ভূত আইএস জঙ্গি ইয়াগো রিদাইককে বিয়ে করেন। তিনি তিনটি সন্তান জন্ম দেন। প্রথম দুই সন্তান মারা যায়।
আইএসে যোগ দেয়ার পর থেকে পাঁচ বছরের মধ্যে গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে শামীমা প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন। তার প্রকাশ্যে আসার কয়েকটি ছবিসহ খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল।
খবরে বলা হয়েছে, ২০ বছর বয়সী শামীমা এই প্রথম বোরকা ছাড়া তার ছবি প্রকাশ করেছে বা বাইরে এসেছে। শরণার্থী শিবিরের বাইরে তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডার অপর নাগরিক কিমবারলি পলম্যান। পলম্যান ও শামীমা একই টেন্টে থাকেন।
তারা শরণার্থী শিবিরের যে টেন্টে অবস্থান করছেন তার ছবিও প্রকাশ করেছেন। সেখানে বিদ্যুত সংযোগ রয়েছে। রয়েছে টেলিভিশন এবং রান্নার সরঞ্জামও। কক্ষটিতে তারা দু’জন একটি ছোট সোফাও বানিয়েছেন।