ইতালি যাওয়ার পথে তিউনিশিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৩৭ বাংলাদেশি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ৩:৩৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
এবার ভূমধ্যসাগরের একটি ডুবন্ত নৌকা থেকে ৩৭ জন বাংলাদেশিসহ মোট ৭১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়া নৌ-কর্তৃপক্ষ। মঙ্গলবার দেশটির ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি ছাড়াও ৮ জন মরক্কোর, ৮ জন মিসরের, ৭ জন আলজেরিয়ার, ৪ জন সুদানের, ২ জন চাদের ও ১ জন তিউনিসিয়ার নাগরিক রয়েছেন। তারা লিবিয়া থেকে ইতালি যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ন্যাশনাল গার্ডের মুখপাত্র জানান, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলের শহর জুওয়ারা থেকে যাত্রা শুরু করে। তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের কাছে পৌঁছামাত্র এর তলায় ফুটো দিলে নৌকাটি ডুবতে শুরু করে। এমন পরিস্থিতিতে তিউনিসিয়া নৌ-কর্তৃপক্ষ তাদের প্রত্যেককেই জীবন্ত উদ্ধার করে।
উদ্ধারকৃতরা বর্তমানে তিউনিশিয়া নৌ-কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে।