মৌলভীবাজারে ফ্রেশের মেয়াদোত্তীর্ণ পণ্যের ‘মেয়াদ’ বাড়ানোর অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৯, ১০:২১ অপরাহ্ণ
কুলাউড়া সংবাদদাতা :
মৌলভীবাজারের কুলাউড়ায় ফ্রেশের মেয়াদোত্তীর্ণ পণ্যে মেয়াদ বাড়িয়ে বাজারজাত করনের অভিযোগে ফ্রেশ পণ্যের ডিলারকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
কুলাউড়া পৌরশহরের উত্তরবাজারে ফ্রেশ পণ্যের ডিলার সাইফ উদ্দিন এন্ড ব্রাদার্স নামে প্রতিষ্ঠানে বৃহস্পতিবার (৪জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাদি-উর রহিম জাদিদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ফ্রেশের পণ্যের মেয়াদ বাড়ানোর অভিযোগে ডিলার ও সেলস রিপ্রেজেন্টেটিভকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগ রয়েছে, অধিক মুনাফার লোভে মেয়াদোত্তীর্ণ পণ্য নতুন করে মেয়াদ বাড়িয়ে বাজারজাত করে আসছিলো ফ্রেশ পণ্যের ডিলার সাইফ উদ্দিন এন্ড ব্রাদার্স ও কোম্পানির মার্কেটিং দায়িত্বে থাকা এস আর (সেলস রিপ্রেজেন্টেটিভ) শরিফ উদ্দিন।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের উত্তরবাজারস্থ তাদের প্রতিষ্ঠানের গুদামে এস আর শরিফ উদ্দিন আটা, ময়দাসহ ফ্রেশের একাধিক মেয়াদোত্তীর্ণ পণ্যের তারিখ অবৈধভাবে তুলে নতুন মেয়াদ বসানোর কাজ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. সাদি-উর রহিম জাদিদ কুলাউড়া থানা পুলিশকে সাথে নিয়ে বিকেল ৩টা দিকে সাইফ উদ্দিন এন্ড ব্রাদার্সে উপস্থিত হয়ে প্রায় ৬মণ আটা ও ময়দা জব্দ করে নষ্ট করে ফেলেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ২০০৯ ধারায় ফ্রেশ পণ্যের ডিলার সাইফ উদ্দিন ও এস আর শরীফ উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসানসহ পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদি-উর রহিম জাদিদ বলেন, গোপন সংবাদে খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ রকম জালিয়াতি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।