লন্ডনে সিলেটের মাদ্রাসা ছাত্রের খোঁজ মিলেনি, উদ্ধারে তৎপর পুলিশ
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৯, ৬:৪১ অপরাহ্ণ
লন্ডন অফিস:
পূর্ব লন্ডন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ব্রিটিশ-বাংলাদেশি মাদ্রাসাছাত্র রাহাতের খোঁজ পাওয়া যায়নি। রাহাত হোসাইন (১৪) নামের ওই ছাত্র শ্যাডওয়েলের দারুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থী।
রাহাতের বাবা মুল্লুক মিয়া শনিবার লন্ডন সময় বেলা ২.৩০টার দিকে জানান, শুক্রবার বিকালে মাদ্রাসা থেকে বেরুনোর পর রাহাতকে শেষ দেখা যায় শ্যাডওয়েল বাস স্টেশনে। এরপর থেকেই সে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। ইতোমধ্যেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। স্বজনরাও তাকে খুঁজছেন।
মুল্লুক মিয়ার দুই পুত্রের মধ্যে রাহাত বড়। তার গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। লন্ডন মেট্রোপলিটন পুলিশ রাহাতের খোঁজে তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশের একজন মুখপাত্র।