বিশ্বনাথে ডাকাতদের ফেলে যাওয়া শটগান উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৯, ৬:০৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের বিশ্বনাথে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের চার দিনের মাথায় ডাকাতদের ফেলে যাওয়া একটি শটগান উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ফ্রান্স প্রবাসী আবদুস সোবহানের বাড়ির পেছনে মঙ্গলগিরি রাস্তার পাশের একটি ঝোঁপ থেকে এটি উদ্ধার করা হয়। গত ২৫শে জুন মঙ্গলবার খাজাঞ্চি ইউনিয়নের কুড়িখলা গ্রামে পুলিশ-ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে আহতাবস্থায় আকুল (২৮) নামে এক ডাকাতকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, চারটি শাবল, দুটি ব্যাগ ও একটি ভেল্টব্যাগ। এ ঘটনা দুটি মামলা দেয় থানা পুলিশ।
পুলিশ জানায়, পুলিশের হাতে আটক ডাকাত আকলুর দেয়া তথ্যমতে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম, থানার ওসি শামসুদ্দোহা পিপিএমের নেতৃত্বে ওই এলাকা থেকে শটগানটি উদ্ধার করা হয়।
সুত্রঃ মানবজমিন