বালাগঞ্জ-ওসমানীনগর প্রবাসী কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০১৯, ১০:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বালাগন্জ ওসমানীনগর প্রবাসী কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল গতকাল (১৯ মে) রবিবার নিউ ইয়র্কের ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের নব নির্বাচিত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও কার্যকরী কমিটির সদস্য সারওয়ার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আল ইসলাহ যুক্তরাষ্ট্রের সাধারন সম্পাদক ও স্হানীয় বাংলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া ।
বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুন্নুন চৌধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও কমিউনিটি এক্টিভিষ্ট সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট ও মুলধারার রাজনীতিবিদ আব্দুস শহীদ, সংগঠনের অন্যতম উপদেষ্টা এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, এসেনশিয়াল হোম কেয়ারের পরিচালক জালাল চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক আসাদ মিয়া, বিশ্বনাথ সমিতির সহ সভাপতি সেবুল খান মাহবুব, সাধারন সম্পাদক আব্দুল মনাফ, ব্রঙ্কস বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি এডভান্সমেন্টের সাধারন সম্পাদক ও সংগঠনের অন্যতম কার্যকরী সদস্য ফয়সল আহমদ, সংগঠনের সাবেক সাধারন সম্পাদক তোফায়েল আহমদ সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নব নির্বাচিত সাধারন সম্পাদক সৈয়দ এনাম আহমদ, সহ সভাপতি ফয়জুন্নুর চৌধুরী, মুহিবুল হক আনহার, ফজির আহমদ আশরাফ, সাংগঠনিক সম্পাদক জুহায়েব চৌধুরী, সহ সাধারন সম্পাদক সেরুজ্জামান শিরু, জুয়েল আহমদ, শাহবাজ আহমদ, প্রচার সম্পাদক খন্দকার আকতার ফরিদ, অর্থ সম্পাদক শাহ আরাফাত রহমান টিটু , ক্রিড়া সম্পাদক সৈয়দ ফখরুল ইসলাম, আপ্যয়ন সম্পাদক আব্দুল ওয়াহিদ, সাহিত্য সম্পাদক ইমাদ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ বুলবুল আহমদ প্রমুখ।